Keywords: flower plant outdoor bright foliage photo border উলটচন্ডাল গাছের পাতা কান্ড শিকড়সহ সমস্ত অংশই বিষাক্ত। কিন্তু বিষাক্ত হলেও এর জীবাণুনাশক গুণটি বিশেষ উল্লেখযোগ্য। গাছটির কিছু চমৎকার ঔষধিগুণ রয়েছে। গর্ভপাত, কৃমির উপদ্রব, কুষ্ঠরোগ, সাপ ও বিছার বিষ নির্মূলে এ গাছের মূল ব্যবহৃত হয়। পাতার রস উকুনবিনাশে বেশ কার্যকরী। উলটচন্ডাল গাছটির শিকড় লাঙলের ফলার মত বাঁকা বলে এর আরেক নাম বিষলাঙুলি। উলটচন্ডালের গাছটি লতানো। কোনো কিছু অবলম্বন করে সহজে বেড়ে ওঠার জন্য এর পাতার অগ্রভাগ আকর্ষিতে রূপান্তরিত হয়। পাতাগুলি লম্বা, বোঁটাহীন এবং বিপ্রতীপ বিন্যাসে সজ্জিত থাকে। দৃষ্টিনন্দন এই ফুলটি প্রস্ফুটিত হয়ে প্রথমে হলুদ-কমলা ও পরে লাল রঙ ধারণ করে। উলটচন্ডালের গন্ধহীন ফুলের কুঁচকানো পাপড়িগুলি অগ্নিশিখার মত উর্দ্ধমুখী মনে হলেও ফুলটি আসলে নিম্নমুখী। এর পুংকেশরের অবস্হান দেখে তা সহজে বোঝা যায়। (Collction) উলটচন্ডাল গাছের পাতা কান্ড শিকড়সহ সমস্ত অংশই বিষাক্ত। কিন্তু বিষাক্ত হলেও এর জীবাণুনাশক গুণটি বিশেষ উল্লেখযোগ্য। গাছটির কিছু চমৎকার ঔষধিগুণ রয়েছে। গর্ভপাত, কৃমির উপদ্রব, কুষ্ঠরোগ, সাপ ও বিছার বিষ নির্মূলে এ গাছের মূল ব্যবহৃত হয়। পাতার রস উকুনবিনাশে বেশ কার্যকরী। উলটচন্ডাল গাছটির শিকড় লাঙলের ফলার মত বাঁকা বলে এর আরেক নাম বিষলাঙুলি। উলটচন্ডালের গাছটি লতানো। কোনো কিছু অবলম্বন করে সহজে বেড়ে ওঠার জন্য এর পাতার অগ্রভাগ আকর্ষিতে রূপান্তরিত হয়। পাতাগুলি লম্বা, বোঁটাহীন এবং বিপ্রতীপ বিন্যাসে সজ্জিত থাকে। দৃষ্টিনন্দন এই ফুলটি প্রস্ফুটিত হয়ে প্রথমে হলুদ-কমলা ও পরে লাল রঙ ধারণ করে। উলটচন্ডালের গন্ধহীন ফুলের কুঁচকানো পাপড়িগুলি অগ্নিশিখার মত উর্দ্ধমুখী মনে হলেও ফুলটি আসলে নিম্নমুখী। এর পুংকেশরের অবস্হান দেখে তা সহজে বোঝা যায়। (Collction) |